শিবভক্তদের জন্য সেরা উপহার,সংস্কৃত ছাড়াই শিবতান্ডব স্তোত্রম্ পড়ুন বাঙলাতে,প্রতিটি শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ পদ্ধতিতে

শিব তাণ্ডব স্তোত্রম – এই মহা স্তোত্রটি শুধুমাত্র একটি সাধারণ কোনও স্তোত্র নয়, এটি শিবের প্রতি ভক্তের সমর্পণের মহাপ্রকাশ। মহর্ষি রাবণ বিরচিত এই শিবতান্ডব স্তোত্রম্ একদিকে যেমন ভক্তের হৃদয়ে বয়ে আনে ভক্তির স্রোত, অন্যদিকে এটি উচ্চারণে ও ছন্দে এক অলৌকিক মাধুর্যতা মনকে শান্ত করে তোলে।
কিন্তু আজকের দিনে সংস্কৃত ভাষা না জানার কারণে বহু ভক্ত এই স্তোত্রটি সঠিকভাবে পড়তে বা উচ্চারণ করতে পারেন না। ইন্টারনেটে অনেক জায়গায় এই স্তোত্রমের বাংলা অনুবাদ বা উচ্চারণ পাওয়া যায় ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বানান ভুল,বা একটানা বড় শব্দ থাকার কারণে পড়তে কষ্ট হয়।
$ads={1}
এই সমস্যার সমাধান করতেই আমি শিবতাণ্ডব স্তোত্রম্ এর শুদ্ধ বাংলা বানান সহ সহজ পাঠযোগ্য সংস্করণ। যেখানে প্রতিটি দীর্ঘ সংস্কৃত শব্দকে ভেঙে ছোট ছোট ভাগে দেওয়া হয়েছে, যাতে উচ্চারণে সহজ হয় ও পাঠের শুদ্ধতাও বজায় থাকে।
ভেঙে ভেঙে কেন?
যারা সংস্কৃত জানেন বা বোঝেন তাদের কাছে এই পোষ্টটি অর্থহীন হতে পারে ঠিকই।কিন্তু,যাঁরা সংস্কৃত জানেন না, তাঁদের জন্য শিবতান্ডব স্তোত্রম্ এর মত একটি জটিল সংস্কৃত স্তোত্রপাঠ কঠিন হয়ে পড়ে। যেমন...
👉জটাটবীগলজ্জলপ্রবাহপাবিতস্থলে — এটি একটি দীর্ঘ সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষা যারা জানেন না,তাদের পক্ষে এই দীর্ঘ শব্দ উচ্চারণে কঠিনতা আসে, বা উচ্চারণ করলেও তা সঠিক হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক
তাই আমি একে ভাগে ভাগে ভাগ করে দিচ্ছি, যেমন:
👉জটা--টবী--গলজ্-জল-প্রবাহ-পাবিত-স্থলে – এতে ভক্ত পাঠকের পক্ষে পাঠে সুবিধা হবে ও অত্যন্ত সহজেই তারা অভ্যাস করতেও পারবেন।
এখানে আপনি কী পাবেন?
✅ শিবতাণ্ডব স্তোত্রম্ এর সম্পূর্ণ বাংলা উচ্চারণ✅ প্রতিটি শব্দ ভেঙে ভেঙে দেওয়া হয়েছে
✅ বানানে শুদ্ধতা বজায় রাখা হয়েছে
✅ প্রতিটি শ্লোকের শেষ ও শুরু বুঝতে সহায়ক
✅ সহায়ক ভিডিও দেওয়া হচ্ছে,যাতে উচ্চারণ পদ্ধতি শিখতে আরও সহজ হয়
$ads={2}
শিবতান্ডব স্তোত্রম্ সম্পুর্ন সহজভাবে পাঠের সুবিধার্থে নীচের ইউটিউব ভিডিওর সাহায্য নিতে পারেন। ইতিমধ্যে ১০ লক্ষেরও বেশী মানুষ এই ভিডিওর সাহায্যে শিবতান্ডব স্তোত্রম্ পাঠ শিখেছেন,ও সংস্কৃত না জেনেও, অতি সহজে এই স্তোত্রম্ পাঠ করতে পারছেন। আপনিও শুরু করুন আজই৷
বাঙলায় ভেঙে ভেঙে শিবতান্ডব স্তোত্রম্
জটা-টবী--গলজ্-জল-প্রবাহ-পাবিত-স্থলে
গলেহ'-বলম্ব্য-লম্বিতাং-ভুজঙ্গ-তুঙ্গ-মালিকাম্ |
ডমড্-ডমড্-ডমড্-ডমন্-নিনাদ-বড্-ডমর্বয়ং
চকার-চণ্ড-তাণ্ডবং-তনোতু-নঃ-শিবঃ-শিবম্ ‖
জটা-কটাহ-সম্ভ্রম-ভ্রমন্-নিলিম্প-নির্ঝরী-
-বিলোল-বীচি-বল্লরী-বিরাজ-মান-মূর্ধনি |
ধগদ্-ধগদ্-ধগজ্-জ্বলল্-ললাট-পট্ট-পাবকে
কিশোর-চন্দ্র-শেখরে-রতিঃ-প্রতিক্ষণং-মম ‖
ধরা-ধরেন্দ্র-নন্দিনী-বিলাস-বন্ধু-বন্ধুর
স্ফুরদ্-দিগন্ত-সন্ততি-প্রমোদ-মান-মানসে |
কৃপা-কটাক্ষ-ধোরণী-নিরুদ্ধ-দুর্ধরা-পদি
ক্বচিদ্-দিগম্বরে-মনো-বিনোদ-মেতু-বস্তুনি ‖
জটা-ভুজঙ্গ-পিঙ্গল-স্ফুরৎ-ফণা-মণি-প্রভা
কদম্ব-কুঙ্কুম-দ্রব-প্রলিপ্ত-দিগ্বধূ-মুখে |
মদান্ধ-সিন্ধুর-স্ফুরত্ত্ব-গুত্তরীয়-মেদুরে
মনো-বিনোদম্-অদ্ভুতং-বিভর্তু-ভূত-ভর্তরি ‖
সহস্র-লোচন-প্রভৃত্য-শেষ-লেখ-শেখর
প্রসূন-ধূলি-ধোরণী-বিধূ-সরাঙ্ঘ্রি-পীঠভূঃ |
ভুজঙ্গ-রাজ-মালয়া-নিবদ্ধ-জাট-জূটক
শ্রিয়ৈ-চিরায়-জায়তাং-চকোর-বন্ধু-শেখরঃ ‖
ললাট-চত্বর-জ্বলদ্-ধনঞ্জয়-স্ফুলিংগভা-
-নিপীত-পঞ্চ-সায়কং-নমন্-নিলিম্প-নায়কম্ |
সুধা-ময়ূখ-লেখয়া-বিরাজ-মান-শেখরং
মহা-কপালি-সম্পদে-শিরো-জটালমস্তু-নঃ।।
করাল-ভাল-পট্টিকা-ধগদ্-ধগদ্-ধগজ্-জ্বলদ্
ধনঞ্জয়া-হুতীকৃত-প্রচন্ড-পঞ্চ-সায়কে |
ধরা-ধরেন্দ্র-নন্দিনী-কুচাগ্র-চিত্র-পত্রক-
-প্রকল্প-নৈক-শিল্পিনি-ত্রিলোচনে-মতির্মম ‖
নবীন-মেঘ-মন্ডলী-নিরুদ্ধ-দুর্ধর-স্ফুরৎ-
কুহূ-নিশীথিনী-তমঃ-প্রবন্ধ-বন্ধ-কন্ধরঃ |
নিলিম্প-নির্ঝরী-ধর-স্তনোতু-কৃত্তি-সিন্ধুরঃ
কলা-নিধান-বন্ধুরঃ-শ্রিয়ং-জগদ্-ধুরন্ধরঃ ‖
প্রফুল্ল-নীল-পঙ্কজ-প্রপঞ্চ-কালিম-প্রভা-
-বলম্বি-কণ্ঠ-কন্দলী-রুচি-প্রবদ্ধ-কন্ধরম্ |
স্মরচ্ছিদং-পুরচ্ছিদং-ভবচ্ছিদং-মখচ্ছিদং
গজ-চ্ছিদান্ধক-চ্ছিদং-তমন্তক-চ্ছিদং-ভজে ‖
অখর্ব-সর্ব-মঙ্গলা-কলা-কদম্ব-মঞ্জরী
রস-প্রবাহ-মাধুরী-বিজৃম্ভণা-মধু-ব্রতম্ |
স্মরান্তকং-পুরান্তকং-ভবান্তকং-মখান্তকং
গজান্ত-কান্ধকান্তকং-তমন্ত-কান্তকং-ভজে ‖
জয়ত্ব-দভ্র-বিভ্রম-ভ্রমদ্-ভুজঙ্গম-শ্বসদ
বিনির্গমৎ-ক্রমস্ফুরৎ-করাল-ভাল-হব্যবাট্ |
ধিমিদ্-ধিমিদ্-ধিমিদ্-ধ্বনন্-মৃদঙ্গ-তুঙ্গ-মঙ্গল
ধ্বনি-ক্রম-প্রবর্তিত-প্রচন্ড-তান্ডবঃ-শিবঃ ‖
দৃষদ্-বিচিত্র-তল্পয়ো-র্ভুজঙ্গ-মৌক্তিকস্রজোর্-
-গরিষ্ঠ-রত্ন-লোষ্ঠযোঃ-সুহৃদ্-বিপক্ষ-পক্ষযোঃ |
তৃণার-বিন্দ-চক্ষুষোঃ-প্রজা-মহী-মহেন্দ্রয়োঃ
সম-প্রবৃত্তিকঃ-কদা-সদাশিবং-ভজাম্যহম্ ‖
কদা-নিলিম্প-নির্ঝরী-নিকুঞ্জ-কোটরে-বসন্
বিমুক্ত-দুর্মতিঃ-সদা-শিরঃস্থ-মঞ্জলিং-বহন্ |
বিলোল-লোল-লোচনো-ললাম-ভাল-লগ্নকঃ
শিবেতি-মন্ত্রম্-উচ্চরন্-সদা-সুখী-ভবাম্যহম্ ‖
ইমং-হি-নিত্যম্-এবম্-উক্তম্-উত্তমোত্তমং-স্তবং
পঠন্-স্মরন্-ব্রুবন্-নরো-বিশুদ্ধিমেতি-সন্ততম্ |
হর-গুরৌ-সুভক্তিমাশু-যাতি-নান্যথা-গতিং
বিমোহনং-হি-দেহিনাং-সুশংকরস্য-চিন্তনম্ ‖
পূজাবসান-সময়ে-দশবক্ত্র-গীতং
যঃ শম্ভু-পূজন-পরং-পঠতি-প্রদোষে |
তস্য-স্থিরাং-রথ-গজেন্দ্র-তুরঙ্গ-যুক্তাং
লক্ষ্মীং-সদৈব-সুমুখিং-প্রদদাতি-শম্ভুঃ ‖