অক্ষয় তৃতীয়া ২০২৫-পুজাপাঠের শুভ সময়

অক্ষয় তৃতীয়া ২০২৫, কবে পড়েছে? কখন করবেন নিজের বাড়ির অক্ষয় তৃতীয়ার পুজা?অক্ষয় তৃতীয়ায় কি পুজা করবেন? কিভাবে করবেন?


{tocify} $titel={Table of Contents}

অক্ষয় তৃতীয়া ২০২৫ কবে?

যেকোনও বছরের অক্ষয় তৃতীয়াই অত্যন্ত শুভ ফলদায়ী। কিন্তু, এই বছর অর্থাৎ, ২০২৫ সালের অক্ষয় তৃতীয়া কবে পড়েছে বা পুজা পাঠের শুভ সময় কি, সেটা জানা অত্যন্ত আবশ্যক। কারণ, তা না জানলে ভক্তদের পক্ষে অক্ষয় তৃতীয়ার পুজা করা সম্ভব না৷

$ads={1}

অক্ষয় তৃতীয়া ২০২৫, তৃতীয়া তিথির শুরু ২৯ এপ্রিল রাত্রি ৮.২৫ মিনিটে, তৃতীয়া তিথির শেষ ৩০ এপ্রিল,সন্ধ্যা ৬.১২ মিনিটে।


কিন্তু, এই সম্পুর্ন সময়টিই অক্ষয় তৃতীয়া তিথি নয়৷ শুধুমাত্র ৩০ এপ্রিল, ২০২৫ সুর্যোদয় ৫.০৯ মিনিট থেকে ১ লা মে, ২০২৫ সুর্যোদয়ের পুর্বমুহুর্ত বা ৫.০৮ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার মহাপুন্য তিথি। তাই যারা অক্ষয় তৃতীয়ার পুজাপাঠ করতে চান তারা অবশ্যই ৩০ এপ্রিল,২০২৫ তারিখেই করবেন। মনে রাখবেন,অক্ষয় তৃতীয়া ২০২৫ - ৩০ এপ্রিল,২০২৫।


অক্ষয় তৃতীয়া ২০২৫ শুভ সময়

যদিও সম্পুর্ন অক্ষয় তৃতীয়া তিথিই মহাপুণ্য তিথি বলে মনে করা হয়৷ এক্ষেত্রে শুভাশুভ বিচারের প্রয়োজনীয়তা নেই, তথাপি, ভক্তগণ চাইলে কালবেলা বাদ দিয়ে অক্ষয় তৃতীয়ার সুনির্দিষ্ট পুজাপাঠাদি কর্ম করতে পারেন।

$ads={2}

অক্ষয় তৃতীয়া ২০২৫ কালবেলার সময় সকাল ৮.২২ মিনিট থেকে সকাল ৯.৫৮ মিনিট পর্যন্ত। আবার ১১.৩৫ মিনিট থেকে ১.১২ মিনিট পর্যন্ত। যদি সম্ভব হয়,ভক্তগণ এই কালবেলার সময়টি বাদ দিয়ে পুজাপাঠের সূচনা করবেন।


অক্ষয় তৃতীয়া ২০২৫ কি পুজা করবেন

অক্ষয় তৃতীয়ার পুজাপাঠ কোনও সাধারণ দিনের পুজাপাঠ নয়৷ মনে রাখতে হবে অক্ষয় তৃতীয়ার পুজার ফল চিরকাল অক্ষয় হয়ে থাকবে৷ তাই এই তিথিতে অবশ্যই প্রত্যেক সনাতনী হিন্দুর গৃহে ভক্তি সহকারে ইষ্ট দেবদেবীর আরাধনা করা উচিত৷ এর সাথে সম্ভব হলে অবশ্যই গৃহমন্দিরে শ্রীবিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজা করা উচিত৷

অনঘ মন্ত্র পাঠ

অক্ষয় তৃতীয়ার পুজাপাঠ মন্ত্র ছাড়া সম্ভব না, তাই ভক্তরা অবশ্যই প্রত্যেকে মন্ত্রপাঠ করবেন। বহু মন্ত্র থাকলেও, অবশ্যই শ্রীবিষ্ণুর অনঘ মন্ত্র পাঠ করা উচিত৷ নীচের লিঙ্কে ক্লিক করে আপনারা এই অনঘ মন্ত্র সম্পর্কে জানতে পারবেন। অক্ষয় তৃতীয়ার পুজার সময় অবশ্যই এই বিশেষ মন্ত্র পাঠ করুন।

শ্রীবিষ্ণু অনঘ মন্ত্র

সুর্য প্রণাম

মনে করা হয়, অক্ষয় তৃতীয়ার এই মহাপুন্য দিনে সূর্যনমস্কার করলে বিশেষ পুণ্যফল লাভ হয়। তাই ভক্তরা এই তিথিতে ভোর বেলা অবশ্যই ভগবান সুর্য নারায়ণকে অর্ঘ্য প্রদান করে প্রণাম করতে ভুলবেন না। কি মন্ত্রে সুর্য প্রণাম করবেন? জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

শ্রীসুর্যাষ্টকম্‌ স্তোত্র







Sri Sibaprosad

Sri Sibaprosad Mukhopadhyay, a devoted Hindu priest, shares mantras, stotras, and shastra knowledge by this website and his Youtube Channel & Facebook Page named "Sri Sibaprosad". Aiming to connect every Hindu with Sanatan Dharma.

Post a Comment

Previous Post Next Post