আদ্যাস্তোত্রম্ কী? কেন আদ্যাশক্তির আদ্যাস্তোত্রম্ পাঠ করা হয়? জানুন মা কালী ও আদি মহাশক্তির মাহাত্ম্য এবং শিখুন আদ্যাস্তোত্রম্ পাঠের সহজ উচ্চারণ পদ্ধতি
![]() |
আদ্যাস্তোত্রম্ |
{tocify} $titel={Table of Contents}
আদ্যাস্তোত্রম্ কি?
আদ্যাস্তোত্রম্ হল সনাতন হিন্দু ধর্মের এক অত্যন্ত শক্তিশালী স্তোত্র, যেখানে আদি শক্তি বা আদ্যাশক্তিকে বন্দনা করা হয়েছে। এই স্তোত্রের মাধ্যমে দেবী কালী, দুর্গা, ত্রিপুরাসুন্দরী, ভুবনেশ্বরী ইত্যাদি সমস্ত শক্তির মূল রপের গুণগাণ কীর্ত্তিত হয়েছে।
আদ্যাস্তোত্রম্ মাহাত্ম্য
-
এই স্তোত্র পাঠে জীবনের বিপদ, কষ্ট এবং অসুখ দূর হয়।
-
খুব শীঘ্রই মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
-
অবশ্যই শত্রু বা দুষ্ট শক্তির বাধা দূর হয়।
-
ভক্তের মনের মধ্যে স্থিতি ও আধ্যাত্মিক শান্তি আসে।
-
সিদ্ধি লাভের জন্য প্রতিটি সাধক নিয়মিত আদ্যা স্তোত্র পাঠ করে থাকেন।
আদ্যাস্তোত্রম্ পাঠের নিয়মাবলী
- অবশ্যই পাঠের পূর্বে স্নান সেরে পরিষ্কার হয়ে নিন।
-
মা কালী বা আদ্যাশক্তির মূর্তি বা ছবি সামনে রেখে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করুন।
-
নিজের মন থেকে সমস্ত ভয় ও দুশ্চিন্তা দূর করে ভক্তিভরে পাঠ করুন।
-
বিশেষ করে অমাবস্যা, নবরাত্রি, কালীপূজা অথবা কোনো শুভ কর্মের পূর্বে ও শেষে পাঠ করলে বিশেষ ফললাভ হয়।
-
প্রতি শনিবার এবং মঙ্গলবার আদ্যা স্তোত্র পাঠ অবশ্য কর্তব্য ।