বিপত্তারিণী ব্রতের পর কি মন্ত্রে হাতে বাঁধবেন ধাঁগা?কি তার অর্থ?

বিপত্তারিনী দুর্গা পুজা আমরা সকলে করি,হাতে ধারণ করি দেবী বিপত্তারিনী ব্রতের ধাঁগা।কিন্তু কি মন্ত্রে হাতে বাঁধবেন বিপত্তারিনী ব্রতের ধাঁগা

বিপত্তারিনী ব্রতের ধাঁগা বাঁধার মন্ত্র

 বিপত্তারিণী ব্রত করে হাতে ১৩ গিটের লাল সুতো বাধে না,এমন বাঙালী খুব কমই আছেন।এক্ষন প্রশ্ন এই লাল সুতো হাতে ধারণ করার মন্ত্র কি? বিপত্তারিনী ব্রতের এই লালসুত্র বাঁধার মন্ত্র শিখে রাখুন,ও এই মন্ত্রেই নিজেও ধারণ করুন ও নিজের স্বামী সন্তানের হাতেও এই মন্ত্র পাঠ করেই বেধে দিন লাল সুতো।

$ads={1}

সঙ্কটে ত্বং মহামায়ে ব্রতসুত্রং ইদং তব ।

বধ্নামি বাহুমুলেঽহং বরং দেহি যথেপ্সিতং।

অর্থাৎ, হে মহামায়া,সঙ্কটকালে তুমিই একমাত্র রক্ষাকারী মা,তাই সমগ্র বিপদনাশ হেতু তোমার এই বিপত্তারিণী ব্রতের সুত্র আমি ভক্তিপূর্ণ চিত্তে বাহুমূলে ধারণ করছি। কৃপা করে আমার সকল মনোবাসনা তুমি পুর্ণ কোরো।

$ads={2}

এইভাবে অর্থ বুঝে সংস্কৃত ভাষায় ধীরে সুস্থে এই মন্ত্রপাঠ করে আপনারা ধারণ করুন লাল সুতো। আর হ্যা,কারা কারা এই লাল সুতো ধারণ করেন,অবশ্যই জানাবেন। আমার কাছে তো এটা ইমোশান।



Sri Sibaprosad

Sri Sibaprosad Mukhopadhyay, a devoted Hindu priest, shares mantras, stotras, and shastra knowledge by this website and his Youtube Channel & Facebook Page named "Sri Sibaprosad". Aiming to connect every Hindu with Sanatan Dharma.

Post a Comment

Previous Post Next Post